রবিবার, ২৪ আগস্ট, ২০০৮

এক্সপি/ভিস্তা কাস্টমাইজ করুন

অস্বীকার করবো না যে উইন্ডোজের কল্যাণে সাধারণ ব্যবহারকারীদের কাছে কম্পিউটার অনেক বোধগম্য এবং সহজ হয়ে গেছে, আবার এটাও সত্যি যে এক্সপি বা ভিস্তা নিয়ে জনতার অভিযোগের শেষ নেই। খুবই সাধারন একটা ঘটনা - কিছু একটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে হঠাৎ দেখা দিল বহুল পরিচিত Blue Screen of Death. নিঃসন্দেহে এটা একটা হতাশাব্যাঞ্জক ব্যাপার, এবং ডিবাগ করার চিন্তা প্রায় ক্ষেত্রেই অনাবশ্যক। আবার সিডি চালিয়ে ইন্সটলেশন শুরু করা মানে একটু পর পর কম্পিউটারের সামনে এসে ঘুরপাক খাওয়া আর সেটিংস ঠিকঠাক করে দেয়ার বিরক্তিকর প্রক্রিয়া। আর যদি একাধিক কম্পিউটারে উইন্ডোজ ইন্সটল করতে হয়, তাহলে তো সোনায় সোহাগা... বিরক্তি চক্রবৃদ্ধিহারে বাড়বে! সমাধান??? স্লিপস্ট্রিমিং!

স্লিপস্ট্রিমিং হল কোন সফটওয়্যারের অরিজিনাল প্যাকেজের মধ্যে আপডেট, patch, সার্ভিস প্যাক, রিলিজ ক্লায়েন্ট ইত্যাদি ঢুকিয়ে নতুন ইন্সটলার তৈরী করার প্রক্রিয়া। আর সবচেয়ে মজার ব্যাপার হল, unattended setup এর উপযোগী সিডি তৈরী করা। অর্থাৎ, ইন্সটলেশন চালু করে চলে গেলে আপনা আপনি উইন্ডোজ ইন্সটল হয়ে যাবে, সিরিয়াল নম্বর পর্যন্ত টাইপ করতে হবে না। অবশ্য এর জন্য আপনাকে কিছুটা সময় ব্যায় করে আপনার নিজস্ব এক্সপি/ভিস্তা সিডি কাস্টমাইজ করে নিতে হবে। প্রথমেই লাগবে এক্সপি বা ভিস্তার একটা সিডি/ডিভিডি। এরপর ডাউনলোড করে নিন nLite (এক্সপির জন্য) বা vLite (ভিস্তার জন্য)। সফটওয়্যারগুলো ফ্রি। আপনার প্রয়োজনীয় সফটওয়্যারটি রান করে আপনার মূল ইন্সটলেশন সিডি/ডিভিডি'কে ইচ্ছামত এডিট করুন। ধাপে ধাপে উইন্ডোজের কম্পোনেন্ট যোগ, বাদ দেয়া, সেটিংস ঠিক করার কাজ গুলো করুন (সবগুলো প্রক্রিয়াই সহজ, তাই বিবরণ দেয়ার প্রয়োজন মনে করছি না)।

সবগুলো ধাপ শেষে সফটওয়্যার নিজে থেকে মূল ইন্সটলেশন ফাইলসমূহ পরিবর্তন/পরিমার্জন করে নতুন ইন্সটলেশন ডিস্ক আপনার হার্ড ড্রাইভে সেভ করবে। ডিস্কটি বার্ন করে নিন! ব্যাস্‌... তৈরী হয়ে গেল আপনার নিজের প্রয়োজনমাফিক উইন্ডোজ ইন্সটলেশন ডিস্ক, এবার যতখুশী unattended setup করুন।